আজ শপথ নেবেন এরদোয়ান

এরদোয়ানের শপথ
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স ফাইল ফটো

তুরস্কে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান আজ স্থানীয় সময় দুপুর ২টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ নেবেন।

এতে আরও বলা হয়, ৭৮ দেশের প্রতিনিধি এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তাদের মধ্যে ২১ দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩ দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা আছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়াও, ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

শপথ অনুষ্ঠান শেষে এরদোয়ান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের কবরে যাবেন। এরপর তিনি প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সের অনুষ্ঠানে যোগ দেবেন।

এরদোয়ান অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন। এরপর তিনি মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English
chemical explosion deaths in Dhaka's Rupnagar

Mirpur factory fire: ‘Immediately lethal’ toxic gas found in warehouse

Despite danger, grieving families still gathering at the site looking for loved ones

3h ago