ওডিশায় ট্রেন দুর্ঘটনা: গণমাধ্যমে হতাহতের সংখ্যা

দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা। ছবি: সংগৃহীত

ভারতের ওডিশায় শুক্রবার রাতে ৩ ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার কাজ শেষ হয়েছে। আজ শনিবার ভারতের দক্ষিণ পূর্ব রেলের মুখপাত্র আদিত্য চৌধুরী ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।  

আদিত্য চৌধুরীর বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বালেশ্বরের কাছে বহানগা বাজারে স্যার এম বিশ্বেশ্বর টার্মিনালের এ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ওডিশার ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮৮ জন নিহত এবং ৮০৩ জনের মতো আহত হয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওডিশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮। এ ছাড়া, ৫৬ জন গুরুতর আহত এবং আরও ৭৪৭ জন আহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের সবশেষ জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা অন্তত ২৬১। এ দুর্ঘটনাকে ২ দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে রয়টার্স আরও জানিয়েছে, এ ঘটনায় আহতের সংখ্যা ১ হাজার।

এনডিটিভিসহ ভারতের অন্যান্য গণমাধ্যম যখন জানাচ্ছিল, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৩৮, তখন রয়টার্স জানায় ২৮৮ জন এ ঘটনায় নিহত হয়েছেন। এখন এনডিটিভি, দ্য হিন্দুসহ ভারতের ও আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যম মৃতের সংখ্যা অন্তত ২৮৮ উল্লেখ করলেও রয়টার্স মৃতের সংখ্যা অন্তত ২৬১ বলে উল্লেখ করছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির দেওয়া সবশেষ তথ্যমতেও, ট্রেন সংঘর্ষে অন্তত ২৮৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের আরেকটি সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সবশেষ জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ২৯০ জন নিহত এবং ১ হাজার জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ ঘটনায় ২৮০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই ট্রেন দুর্ঘটনা বেদনাদায়ক। সরকার আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করবে। এ ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আজ বালেশ্বর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেখানে চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে দেখা করেছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, করমন্ডল এক্সপ্রেস পশ্চিমবঙ্গের হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল। গতকাল স্থানীয় সময় ৭টায় ওডিশা রাজ্যের বালেশ্বরের কাছে বহানগা বাজারে স্যার এম বিশ্বেশ্বর টার্মিনালে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

এরপরই উল্টো দিক থেকে আসা করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেসের বগিগুলোকে আঘাত করে। এতে করমন্ডল এক্সপ্রেসের ১২টি বগি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত বগিগুলোর কয়েকটি গিয়ে আঘাত করে পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে।

করমন্ডল এক্সপ্রেসের যাত্রী স্বপন কুমার গণমাধ্যমটিকে বলেন, 'যখন দুর্ঘটনাটি ঘটে তখন আমি ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দে জেগে উঠি। দেখি, অনেক যাত্রী আমার ওপর এসে পড়েছেন। আমি আহত হই। বগি থেকে নেমে দেখি অনেকে ট্রেনের নিচে চাপা পড়ে আছেন।'

 

Comments

The Daily Star  | English

Bangladesh won’t travel to India for T20 World Cup

The Bangladesh Cricket Board (BCB) has decided not to send the national team to India for the upcoming ICC T20 World Cup, following a directors' meeting today, and has requested the ICC to change the venue.

47m ago