নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের

ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজ মঙ্গলবার আবারো বিক্ষোভ করছে হিন্দুত্ববাদীরা। তারা হাইকমিশনের কাছে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল বিক্ষোভের এই ডাক দেয়। এই দুই সংগঠনের শতশত সমর্থক পতাকা হাতে স্লোগান দিতে দিতে কড়া নিরাপত্তাবেষ্টিত বাংলাদেশ হাইকমিশনের কাছে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। 

ওই এলাকা তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং পর্যাপ্ত বাহিনী মোতায়েন রয়েছে।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভে নামে।

সোমবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতারা। এই বিক্ষোভ মিছিলে বহু হিন্দু সন্ন্যাসী যোগ দেন। 

তবে নিরাপত্তাজনিত কারণে কলকাতা পুলিশ মিছিলটি আটকে দেয়। ডেপুটি হাইকমিশনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।  
 

Comments