ইউক্রেনের ক্যাফেতে রুশ হামলা, নিহত অন্তত ৫১

খারকিভ প্রদেশের কুপিয়ানস্কের একটি মুদি দোকান ও ক্যাফেতে রুশ গোলাবর্ষণে অন্তত ৪৯ জন নিহত হয়। ছবি: রয়টার্স

ইউক্রেনের খারকিভ প্রদেশের কুপিয়ানস্কে রুশ গোলাবর্ষণে অন্তত ৫১ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় এ হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুপিয়ানস্কের হরোজা গ্রামের একটি ক্যাফে ও দোকানে গোলাবর্ষণ করে রুশ বাহিনী। 

২০২২ সালের প্রথম দিকে ক্রামাতোরস্ক রেলস্টেশনে হামলার পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর এটা সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধারণা করা হচ্ছে।

খারকিভের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ বলেন, 'ধ্বংসস্তূপ থেকে ৬ বছর বয়সী এক শিশুসহ ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

এ হামলায় আরও ১ শিশুসহ ৬ জন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন এবং উদ্ধার অভিযান চলমান আছে বলে জানান তিনি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, 'ওই গ্রামের একটি ক্যাফেতে একটি স্মরণসভায় ৩৩০ জন উপস্থিত ছিলেন। এটা এক ভয়ানক ট্র্যাজেডি যে সেখানে গোলাবর্ষণ করা হয়েছে।'

স্পেনে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'এটি রাশিয়ার বর্বর এক হামলা। একটি সাধারণ মুদি দোকানে এমন রকেট হামলা প্রকৃতপক্ষে সন্ত্রাসী হামলা।'

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

4h ago