পাকিস্তানে ৩ এমপক্স রোগী শনাক্ত

এমপক্স পরীক্ষার পর টেস্টটিউবে নেগেটিভ বা পজিটিভ তকমা। প্রতীকী ছবি: রয়টার্স
এমপক্স পরীক্ষার পর টেস্টটিউবে নেগেটিভ বা পজিটিভ তকমা। প্রতীকী ছবি: রয়টার্স

পাকিস্তানে তিন এমপক্স রোগী শনাক্ত হয়েছে। এক দিন আগেই এই রোগকে ঘিরে উদ্বেগে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

আজ শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও টিভি।

খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যে তিন রোগীর দেহে এমপক্স শনাক্ত হয়েছে, তারা সবাই সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন।

এর আগেও পাকিস্তানে এমপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এবারের সংক্রমণে ভাইরাসের ধরন এখনো চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

প্রদেশের পেশোয়ার শহরে প্রথম রোগী শনাক্তের পর বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়িয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এ বছরের প্রথম এমপক্স রোগী শনাক্তের ঘোষণা দেয় পাকিস্তান সরকার।

৩ আগস্ট মধ্যপ্রাচ্যের কোনো এক দেশ থেকে ফিরে আসার পর এই পাকিস্তানি নাগরিকের দেহে এমপক্স শনাক্ত হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা, নীতিমালা ও সমন্বয় মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

কর্মকর্তা জানান, 'প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন কন্টাক্ট ট্রেসিং করছে।'

এর একদিন আগেই, ১৪ আগস্ট বুধবার আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া এমপক্সের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে এ বিষয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কঙ্গোর এক শরণার্থী শিবিরে এমপক্স আক্রান্ত জঁ কাকুরু বিয়ামবো (৪৮) চিকিৎসা নিচ্ছেন। ফাইল ছবি: রয়টার্স (জুলাই, ২০২৪)
কঙ্গোর এক শরণার্থী শিবিরে এমপক্স আক্রান্ত জঁ কাকুরু বিয়ামবো (৪৮) চিকিৎসা নিচ্ছেন। ফাইল ছবি: রয়টার্স (জুলাই, ২০২৪)

অত্যন্ত সংক্রামক এ রোগ আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এটির প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত ৪৫০ জন মারা গেছেন।

মাঙ্কিপক্স এখন মধ্য ও পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

এ রোগের একটি নতুন ধরন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, সেই বিষয়ে এবং এর উচ্চ মৃত্যুহার নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস বলেন, আফ্রিকা ও এর বাইরের দেশগুলোতে এমপক্স আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা 'খুবই উদ্বেগজনক'।

'এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ও মানুষের জীবন বাঁচাতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ জরুরি', যোগ করেন তেদরস।

গত দুই বছরে পাকিস্তানে মোট ১১ জন এমপক্সে আক্রান্ত হয়েছেন। গতবছর এমপক্স ও এইচআইভি রোগে আক্রান্ত এক ব্যক্তি মারা যান।

গত বছর শনাক্ত হওয়া ১০ রোগীর সবাই মধ্যপ্রাচ্য ও আশেপাশের এলাকা থেকে ভ্রমণ করে এসেছিলেন।

পাকিস্তানের কর্মকর্তারা উল্লেখ করেন, এ মুহূর্তে প্রায় ১৫টি দেশে দুই হাজার ৩০ রোগী এমপক্সে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago