ভিয়েতনামে টাইফুন ইয়াগির তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

ভিয়েতনামের চিয়াং রাই শহরে বন্যার পানির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
ভিয়েতনামের চিয়াং রাই শহরে বন্যার পানির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগি আঘাত হানার পর আকস্মিক বন্যা ও ভুমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

কৃষি মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এক আনুষ্ঠানিক প্রতিবেদনে জানান, এখনো ১২৮ জন নিখোঁজ আছেন। এ ছাড়া, আড়াই লাখ হেক্টরেরও বেশি কৃষিজমিতে সব ধরনের শস্য ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

আবহাওয়াবিদদের মতে, গত ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনটি হচ্ছে ইয়াগি।

শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) গতিবেগের বাতাসসহ ভিয়েতনামের উপকূলে আঘাত হানে ইয়াগি। ইয়াগির দমকে সেতু ধ্বংস হয়েছে, বাড়ির ছাদ ভেঙে পড়েছে এবং অসংখ্য কারখানা ক্ষতির শিকার হয়েছে।

বন্যাকবলিত এক পরিবারকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
বন্যাকবলিত এক পরিবারকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

পুরো সপ্তাহজুড়ে দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু এলাকা আংশিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।

হাজারো মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। যারা থেকে গেছেন, তারা বিদ্যুৎ সংযোগের অভাবে রয়েছেন।

রাজধানী হ্যানয়ের শহরতলীর এক জেলায় ১৫ হাজার মানুষ বন্যায় প্রভাবিত হয়েছেন।

কৃষক ও খামারিরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। বন্যাকবলিত এলাকায় ১৫ লাখ হাঁস-মুরগী, আড়াই হাজার শুকর, মহিষ ও গরু মারা গেছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago