ইমরান খানের বিচার কেন সামরিক আদালতে, জানতে চেয়েছেন হাইকোর্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি: রয়টার্স
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কেন সামরিক আদালতে হবে, কেন্দ্রীয় সরকারের কাছে তা জানতে চেয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট তা জানতে চেয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের ৯ মে ইমরানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের সময় কিছু সামরিক স্থাপনায় ভাঙচুর চালানো হয়। সম্প্রতি এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী।

সাবেক প্রধানমন্ত্রীর বিচার সামরিক আদালতে করার চিন্তা-ভাবনা করা হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করার নির্দেশ দিয়ে ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম নাজির তারারসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিবৃতিতে একাধিকবার সামরিক আদালতে ইমরানের বিচারের প্রসঙ্গ এসেছে। এর পরিপ্রেক্ষিতেই ইমরান হাইকোর্টে আবেদন করেন।

গত ৫ সেপ্টেম্বর পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক ব্রিফিংয়েও সামরিক আদালতে ইমরানের বিচার করার ইঙ্গিত দেওয়া হয়।

গত বছরের ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রভাব সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনার ওপরেও পড়ে।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

23h ago