স্বাধীনতা দিবস ঘিরে ইমরানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভের ডাক পিটিআই’র

ইমরান খানের মুক্তির দাবিতে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করেন পিটিআই কর্মীরা। ছবি: এএফপি
ইমরান খানের মুক্তির দাবিতে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করেন পিটিআই কর্মীরা। ছবি: এএফপি

আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই দিনটিকে ঘিরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভে যেতে চায় তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

আজ বুধবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল মধ্যরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে আবারও ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা দেন পিটিআইর জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার।

তিনি বলেন, '১৪ আগস্ট স্বাধীনতা দিবসে ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় ধাপের বিক্ষোভ শুরু হবে। এরপর আমরা সিন্ধু প্রদেশে বিক্ষোভ করব।'

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস শেল ব্যবহার করছে পুলিশ। ছবি: এএফপি
ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস শেল ব্যবহার করছে পুলিশ। ছবি: এএফপি

২ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান।

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান।

কারাবরণের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে ইমরানের মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার পথে নামেন পিটিআইয়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মোকাবিলায় সরকার বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করে। পিটিআই নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাত সদস্যও ছিলেন।

এর আগে পিটিআইয়ের কর্মসূচি ঘিরে ইসলামাবাদসহ বিভিন্ন জেলায় ১৪৪ জারি করে নিরাপত্তা জোরদার করা হয়।

রাওয়ালপিন্ডিতেও ১৪৪ ধারা জারি করা হয়। ওই প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানকে রাখা হয়েছে।

সোমবার দেশজুড়ে ২৪০ জনেরও বেশি পিটিআই নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে অন্তত ১২২ জনের বিরুদ্ধে সড়ক অবরোধ ও আইনভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

জিও নিউজকে এই তথ্য জানান লাহোর পুলিশের উপ-মহাপরিচালক ফয়সাল কামরান। 

পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি বলেছেন, শুধু লাহোরেই ২০০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে।

ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ। ছবি: এএফপি
ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ। ছবি: এএফপি

বুখারি এএফপিকে জানান, লাহোরে আটক পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাত  সদস্যকে সন্ধ্যার দিকে পুলিশ ছেড়ে দেয়।

অন্যদিকে, পেশোয়ারে এক বিক্ষোভ সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেন, 'পিটিআই ও ইমরান খানের আহ্বানে সাড়া দিয়েছে জনগণ। এখন থেকে প্রতিদিনই বিক্ষোভের আয়োজন করা হবে।'

তিনি আরও জানান, ১৩ ও ১৪ আগস্টের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে দলীয় নেতৃত্বের পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

 

Comments

The Daily Star  | English

Nepali police fire tear gas and rubber bullets at protesters outside parliament

Authorities imposed a curfew around the parliament building after thousands of the protesters tried to enter the legislature by breaking a police barricade.

31m ago