কেন টিভি অনুষ্ঠানে বিয়ার খেলেন কমলা হ্যারিস

চিয়ার্স করছেন কমলা হ্যারিস ও স্টিফেন কোলবার্ট। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রীণশট
চিয়ার্স করছেন কমলা হ্যারিস ও স্টিফেন কোলবার্ট। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রীণশট

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো টিভি চ্যানেল সিবিএসের অনুষ্ঠান 'লেট শো উইথ স্টিফেন কোলবার্ট'-এ যোগ দেন কমলা হ্যারিস।

স্টুডিওতে উপস্থিত দর্শকদের সামনেই তিনি বিয়ার পান করেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অনুষ্ঠানে কমলা জানান, তিনি মাঝেমধ্যে বিয়ার খেতে ভালোবাসেন।

অনুষ্ঠানের সঞ্চালক স্টিফেন কোলবার্টের অনুরোধে তিনি মিলার হাই লাইফ বিয়ারের ক্যান খুলেন এবং তাতে চুমুক দেন।

এরপর কমলা বলেন, 'আমি মনে করি নির্বাচনে মানুষ কাকে ভোট দিয়ে জেতাবে, তা নিয়ে তারা হঠাৎ করেই সিদ্ধান্ত নেয়। পুরোনো একটা কথা আছে, তারা (প্রেসিডেন্ট হিসেবে) এমন একজনকেই চান যার সঙ্গে বিয়ার পান করা যায়।'

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন মদ পান করেন না।

'তাহলে আপনি কি আমার সঙ্গে বিয়ার খাবেন, যাতে আমি মানুষকে বলতে পারি, (ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বিয়ার খাওয়ার) অভিজ্ঞতাটি কেমন?', জানতে চান কোলবার্ট।

তবে অনুষ্ঠানের আয়োজকরা আগেই কমলা হ্যারিসের সঙ্গে যোগাযোগ করে জেনে নিয়েছিলেন তাকে বিয়ার পরিবেশন করায় কোনো সমস্যা আছে কিনা।

আয়োজকরা বলেন, 'কারণ আমরা কোনো কথাবার্তা ছাড়া হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে মদ পরিবেশন করতে পারি না।'

তিনি মিলার হাই লাইফ নামের চার দশমিক ছয় শতাংশ অ্যালকোহলযুক্ত বিয়ারের ক্যানটি হাতে নিয়ে জানান, সর্বশেষ তিনি তার জীবনসঙ্গী ডোগ এমহফের সঙ্গে মদ পান করেছেন।

কমলা হ্যারিস ও ডোগ এমহফ গাছ লাগাচ্ছেন। ছবি: রয়টার্স
কমলা হ্যারিস ও ডোগ এমহফ গাছ লাগাচ্ছেন। ছবি: রয়টার্স

ক্যান খুলতে খুলতে কমলা বলেন, 'সর্বশেষ আমি বেসবল খেলা দেখার সময় এমহফের সঙ্গে বিয়ার খেয়েছিলাম।'

এরপর তিনি 'চিয়ার্স' বলে কোলবার্টের সঙ্গে মদ পানের চিরাচরিত প্রথা পালন করেন।

কোলবার্ট বলেন, 'এই নিন। ঠান্ডা বিয়ার। এটা উইসকনসিনের অসামান্য সুন্দর শহর মিলওয়াকি থেকে এসেছে।'

উইসকনসিন হচ্ছে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের অন্যতম। বিশ্লেষকদের মতে, এই সাত অঙ্গরাজ্যের ফলই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে।

পুরো অনুষ্ঠানে একাধিকবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করেন কোলবার্ট।

২০২০ সালে ট্রাম্পের পরাজয় প্রসঙ্গে কমলা বলেন, 'আপনি লাখো মানুষকে বেকার বানিয়েছেন, উৎপাদন সক্ষমতা হারিয়েছেন, অসংখ্য গাড়ি নির্মাণ কারখানা বন্ধ হয়েছে, নির্বাচনেও হেরে গেছেন, তখন আপনাকে কি বলা যায়? একজন পরাজিত মানুষ।'

ট্রাম্প বিষয়ে এমন সরাসরি মন্তব্যের পর হাসি মুখে কমলা বলেন, 'আমি বিয়ার পান করলে এমনটাই হয়।'

Comments

The Daily Star  | English
Gunfight

Local BNP leader shot dead in Dhaka’s Badda

When Kamrul was sitting on a chair on the roadside and talking with 2-3 people, two assailants on foot came from behind and shot him before fleeing the scene

5h ago