নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি

প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

গতকাল সোমবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প জানান, তিনি ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির দায়ে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন।

ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা বিবেচনা করলে এটি প্রায় এক লাখ ৮৩ হাজার কোটি টাকার সমান।

ট্রুথ সোশালের পোস্টে ট্রাম্প দাবি করেন, নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে 'ভ্রষ্ট ও নিকৃষ্ট' সংবাদমাধ্যম।'

ট্রাম্প মত দেন, এই সংবাদমাধ্যমটি কার্যত উগ্র বামপন্থি ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করেছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে।

ট্রাম্প দাবি করেন, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটি তার পরিবার ও পারিবারিক ব্যবসার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে।

'দ্য নিউইয়র্ক টাইমসকে অনেক বেশিদিন ধরে যথেচ্ছা মিথ্যাচার, অপমান ও মানহানির সুযোগ দেওয়া হয়েছে, যা একইসঙ্গে গ্রহণযোগ্য নয় এবং বেআইনি। এখন সেটা থামবে। এখুনি! আমি মহান অঙ্গরাজ্য ফ্লোরিডায় মামলা দায়ের করব', যোগ করেন তিনি।

মামলার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ট্রাম্প উল্লেখ করেন, তিনি এটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতে দায়ের করবেন।

স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে এই তথ্য প্রকাশ পাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক টাইমস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

7h ago