হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে তেল আবিবে জরুরি অবস্থা

ইসরায়েলের তেল আবিবে 'জরুরি অবস্থার' ঘোষণা দিয়ছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর হামলার জেরে এই পরিস্থিতির উদ্রেক হয়েছে বলে জানা গেছে।

এর আগে, হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের শহরতলীর নিরিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে বড় আকারে বিস্ফোরণের সূত্রপাত হয়।

আজ সকালের এই হামলায় তেল আবিবে আকাশ পথে আসা হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

হিজবুল্লাহর বিবৃতি

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলীতে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অপর এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উত্তর পশ্চিমে অবস্থিত 'স্টেলা মারিস নৌঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে'। এর আগে তারা জানিয়েছিল, তেল আবিবের শহরতলীতে দুইটি অবস্থানে হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের ভাষ্য

হিজবুল্লাহর হামলার জেরে তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফাইল ছবি: রয়টার্স
হিজবুল্লাহর হামলার জেরে তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফাইল ছবি: রয়টার্স

সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহ ইসরায়েলের কেন্দ্রে, তেল আবিবে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির দাবি, উত্তরাঞ্চলে আরও ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত সংগঠনটি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও বাকিগুলো 'উন্মুক্ত অবস্থানে' আঘাত হানে।

এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ।

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

24m ago