ইমরানের বোন বনাম স্ত্রী: পিটিআইয়ে নেতৃত্ব নিয়ে কোন্দল

আলিমা খান (বামে) ও বুশরা বিবি। ছবি: ডন থেকে নেওয়া

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘদিন ধরেই কারাগারে। তার অবর্তমানে দলের নেতৃত্ব নিয়ে কোন্দল দেখা দিয়েছে। ইমরানের বোন আলিমা খান ও স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে দলে দুটি ভাগও তৈরি হয়ে গেছে।

আজ পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত পিটিআই পুরোপুরিই ইমরান খান-কেন্দ্রিক একটি রাজনৈতিক দল। গতবছর ইমরানের গ্রেপ্তারের পর থেকেই এক ধরনের নেতৃত্ব শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে দলটি। দলের শীর্ষ নেতাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ বর্তমানে কারাগারে আছেন। এছাড়া মুরাদ সাঈদ এবং হাম্মাদ আজহারের মতো সাবেক অনেক পার্লামেন্ট সদস্য এখন পলাতক রয়েছেন। সরকারের 'ধর পাকড়াওয়ের' মুখে অনেক নেতা-কর্মী দেশ ছেড়েছেন।

ডন জানায়, দলের বর্তমান চেয়ারম্যান গহর আলি খান এবং পার্লামেন্ট সদস্য আসাদ কায়সারের মতো অনেকে ক্ষমতাসীন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, যেটা মেনে নিতে পারছে না দলের তৃণমূলরা। আবার সরকারের চাপের মুখে 'আত্মসমর্পণ' করায় স্থানীয় নেতৃত্বকে দোষারোপ করছেন দেশের বাইরে থাকা নেতারা।

পিটিআই-এর পাঞ্জাব শাখার অতিরিক্ত সাধারণ সম্পাদক সরদার আজিমুল্লাহ খান ডনকে বলেন, 'ইমরান খান চান দল সংগঠিত হোক, এতে সাধারণ মানুষ সম্পৃক্ত হোক। কিন্তু সেটা বাদ দিয়ে দলের নেতৃত্ব বা পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধিরা নিজেরা ক্ষমতা উপভোগ করছেন।'

অক্টোবরে ইসলামাবাদে হওয়া পিটিআইয়ের আন্দোলনে যোগ দেননি দলের কোনো শীর্ষ নেতা। এ নিয়েও দলের ভেতর ক্ষোভ রয়েছে বলে জানায় ডন।

যদিও আনুষ্ঠানিকভাবে দলের নেতৃস্থানীয় কোনো পদে নেই, কিন্তু ইমরানের বোন আলিমা খান গত দুই বছরে অনেকবার দলের হয়ে গণমাধ্যমের সামনে এসেছেন। কারাগারে গিয়ে তিনি ঘনঘন ইমরানের সঙ্গে দেখা করায় তার বক্তব্যকেই ইমরানের বক্তব্য হিসেবে দেখেছে দলের অনেকে।

এই সময়ে বেশ কয়েকবার দলের শীর্ষ নেতাদের তীব্র সমালোচনা করেছেন আলিমা।

বুশরা-আলিমা দ্বন্দ্ব

গত ২৪ অক্টোবর জেল থেকে ছাড়া পান ইমরানের স্ত্রী বুশরা বিবি। পিটিআই পাঞ্জাব শাখার তথ্য সচিব শওকত বসরা জানান, বুশরার মুক্তির পর নভেম্বরে 'সারা দেশের জনগণকে' নিয়ে বড়সড় একটি আন্দোলনের পরিকল্পনা করছে পিটিআই।

এই আন্দোলনে বুশরাই নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বুশরা ও আলিমার মধ্যে দ্বন্দ্ব থাকায় এ মুহূর্তে কোনো নির্দিষ্ট কৌশলে একমত হতে পারছে না দলটি।

কোনো নেতৃস্থানীয় পদে না থেকেও দলের সকল সিদ্ধান্তে আলিমার সক্রিয় অংশগ্রহণ ও দলের নেতৃবৃন্দের ঢালাও সমালোচনা ভেতরে অনেক অসন্তোষ তৈরি করেছে। ডন জানায়, দলের অনেকেই এখন বিশ্বাস করেন পিটিআইয়ের 'একচ্ছত্র নিয়ন্ত্রণ' চান আলিমা।

সম্প্রতি ফাঁস হওয়া আলিমার এক অডিওতে তাকে বুশরাকে নিয়ে মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি অভিযোগ করেন, দলের দখল নেওয়ার পায়তারা করছেন বুশরা।

এই কোন্দলের মাঝেও পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা আশা করছেন ইমরান খান শিগগির মুক্তি পাবেন এবং তার মুক্তির পর পুরো দল আবার একত্রিত হবে। তিনি ডনকে বলেন, নভেম্বর বা ডিসেম্বরের মাঝেই ইমরানকে 'জনতার মাঝে' দেখা যাবে। তবে এজন্য বড়সড় একটি আন্দোলন গড়তে হবে।

'কয়েক হাজার মানুষের আন্দোলনে কিছু হবে না। অন্তত পাঁচ লাখ মানুষ নিয়ে বিক্ষোভ শুরু করতে হবে আমাদের,' বলেন রাজা।

Comments

The Daily Star  | English

July Charter: Next parliament may get 90-120 days for implementation

The National Consensus Commission is considering a proposal to allow the next parliament to function as a Constitution Reform Assembly for three to four months to implement the July Charter.

5h ago