পাকিস্তান সফরে আমিরাতের প্রেসিডেন্ট, যা থাকছে আলোচনায়
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসছেন।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
চলতি বছরে এটা আমিরাতের প্রেসিডেন্টের দ্বিতীয় পাকিস্তান সফর নয়। এর আগে জানুয়ারিতে রহিম ইয়ার খান শহরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন তিনি।
তবে পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারির সফরটি 'আনুষ্ঠানিক' ছিল না।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, প্রেসিডেন্ট আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে ইসলামাবাদ-আবুধাবি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
দুই নেতা 'উভয় দেশের স্বার্থ জড়িত আছে এমন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন'।
পররাষ্ট্র দপ্তর জানায়, 'পাকিস্তান-আমিরাতের দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ এনে দেবে এই সফর।'
এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার ওপর আলোকপাত করা হবে।
দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করবেন দুই নেতা।
পাকিস্তান-আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনীতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। ঐতিহাসিক যোগসূত্র ও আমিরাতে অসংখ্য প্রবাসী পাকিস্তানি কর্মীর অবস্থানের কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়েছে।
পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারের অন্যতম আমিরাত। পাশাপাশি, রেমিট্যান্সেরও একটি উল্লেখযোগ্য সূত্র এটি। হাজারো পাকিস্তানি আমিরাতে বিভিন্ন খাতে কাজ করছেন। উভয় দেশ প্রতিরক্ষা, জ্বালানি ও বিনিয়োগ প্রকল্পে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। আরব আমিরাত নিয়মিত পাকিস্তানকে আর্থিক ও মানবিক সহায়তা দিয়ে থাকে।
চলতি বছরের এপ্রিলে পাকিস্তান-আমিরাত বেশ কয়েকটি স্মারক চুক্তিতে সই দিয়েছে।


Comments