মরুশহর রিয়াদে প্রথম মেট্রোরেল

রিয়াদের মেট্রোরেইল। ছবি: এএফপি
রিয়াদের মেট্রোরেইল। ছবি: এএফপি

সৌদি আরবের রাজধানী রিয়াদে মেট্রোরেল প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির বাদশাহ সালমান। আগামী ১ ডিসেম্বর থকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে রিয়াদের প্রথম মেট্রো ব্যবস্থা।

আজ শুক্রবার জেরুজালেম পোস্টআরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মতে, রিয়াদের গণপরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হতে যাচ্ছে এই মেট্রো ব্যবস্থা।

ছয়টি রেল লাইনের নেটওয়ার্ক নিয়ে গড়ে তোলা হচ্ছে রিয়াদ মেট্রো। ১৭৬ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কে মোট ৮৫টি স্টেশন থাকবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, 'রিয়াদ গণপরিবহন প্রকল্প বাদশাহ সালমানের দূরদর্শী নেতৃত্বের ফল।'

প্রকল্পটি রিয়াদের বর্তমান ও ভবিষ্যৎ গণপরিবহনের চাহিদা বিবেচনা করে বানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মান বদলে দিতে হাতে নেওয়া 'গিগাপ্রজেক্ট' এর অধীনে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বলেন, 'রিয়াদ মেট্রো প্রকল্প শহরটির প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াবে।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

5h ago