আবারও টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ট্রাম্প। ছবি: বাসস
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ট্রাম্প। ছবি: বাসস

একসময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, টাইম ম্যাগাজিন কখনোই তাকে 'পারসন অব দ্য ইয়ার' খেতাব দেবে না। সেই ট্রাম্পই দ্বিতীয়বারের মতো পেলেন এই সম্মাননা।

গতকাল বৃহস্পতিবার মার্কিন ম্যাগাজিন টাইম ঘোষণা করেছে, ২০২৪ সালের 'পারসন অব দ্য ইয়ার' বা বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবছর বৈশ্বিক অঙ্গনে ভালো বা মন্দ, যেকোনো খাতে সর্বোচ্চ প্রভাব ফেলা ব্যক্তি বা গোষ্ঠীকে এই খেতাব দেয় টাইম।  

২০১৬ সালে ট্রাম্পকে প্রথম বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব দেয় টাইম। সে বছরই সবাইকে অবাক করে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, রাজনৈতিক প্রত্যাবর্তন ও আধুনিক মার্কিন রাজনীতিকে বদলে দেওয়ার স্বীকৃতিস্বরূপ এবারের খেতাব পেয়েছেন ট্রাম্প।

এ উপলক্ষে গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘণ্টা বাজান ট্রাম্প। সংবাদমাধ্যম গার্ডিয়ানের ভিডিও প্রতিবেদন অনুযায়ী, সেখানে তিনি বলেন, 'বলতেই হয়, টাইম দ্বিতীয়বারের মতো এই সম্মান পাচ্ছে। আমার কাছে এবারেরটা বেশি ভালো লাগছে।'

২০১৬ সালেও টাইম ম্যাগাজিনের 'পারসন অব দ্য ইয়ার' হয়েছিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
২০১৬ সালেও টাইম ম্যাগাজিনের 'পারসন অব দ্য ইয়ার' হয়েছিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

'গণমাধ্যম (আমার প্রসঙ্গে) সুর নামিয়েছে কিছুটা। মনে হচ্ছে, এখন আমাদের ভালোই পছন্দ করছে তারা। যদি না করে, তাদেরকে আবার পাকড়াও করব আমরা। যেটা আমরা করতে চাই না আসলে,' যোগ করেন ট্রাম্প।

গত কয়েক দশকে রাষ্ট্রপ্রধান, কর্মী, উদ্যোক্তা থেকে শুরু করে স্বৈরশাসকদেরও টাইমের বর্ষসেরার খেতাব দেওয়ার নজির রয়েছে।

জেরাল্ড ফোর্ড ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেসিডেন্টই অন্তত একবার এই খেতাব পেয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago