হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ফাইল ছবি: এএফপি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ফাইল ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন গত কয়েক বছরে বেশ কয়েকবার স্বাস্থ্যগত সমস্যা ভুগেছেন। সোমবার জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ক্লিনটনের কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ক্লিনটনের (৭৮) সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, 'প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে আজ বিকেলে তাকে পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে।'

'তার মনোবল চাঙ্গা আছে', যোগ করেন অ্যাঞ্জেল।

সর্বশেষ ২০২১ সালে পাঁচ রাত হাসপাতালে ভর্তি ছিলেন ক্লিনটন। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্তের পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। ছয় বছর পর তিনি স্টেন্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যান।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জীবনযাপন প্রক্রিয়ায় বড় আকারে পরিবর্তন আনেন ক্লিনটন। তিনি মাছ-মাংস ছেড়ে শুধু শাকসবজি খেতে শুরু করেন।

২০২২ সালের নভেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ক্লিনটন।

১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ৬৩ বছর বয়সী বারাক ওবামার পর তিনিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী সাবেক প্রেসিডেন্ট যিনি এখনো বেঁচে আছেন। 

প্রেসিডেন্ট থাকাকালীন সময় নানা কেলেঙ্কারির বেড়াজালে জড়িয়ে পড়লেও, দুই দশক পর তিনি একটি স্থিতিশীল জীবন উপভোগ করছেন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন কূটনীতিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থেকেছেন। 

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

3h ago