বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে ‘জঙ্গি সদস্য’ দাবি ইসরায়েলের

পাঁচ নিহত সাংবাদিক ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল–লাদাহ, ফয়সাল আবু আল–কুমসান ও আয়মান আল–জাদি। ছবি: এক্স থেকে সংগৃহীত
পাঁচ নিহত সাংবাদিক ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল–লাদাহ, ফয়সাল আবু আল–কুমসান ও আয়মান আল–জাদি। ছবি: এক্স থেকে সংগৃহীত

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের জঙ্গি সদস্য বলে আখ্যা দিয়েছে ইসরায়েল।

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

এই পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল–কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। এ সময় তাদের ব্রডকাস্ট ভ্যান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ইসরায়েলি বিমান বাহিনী একটি 'জঙ্গি সেল' লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, নিহতরা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সদস্য।

কিন্তু এই দাবির স্বপক্ষে কোনো প্রমান দেয়নি ইসরায়েল।

স্পষ্ট করে 'প্রেস' লেখা থাকা সত্ত্বেও ফিলিস্তিনের আল-কুদস টুডে চ্যানেলের ওই সম্প্রচার গাড়িতে বোমাহামলা চালায় ইসরায়েল।

হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে 'প্রেস' (গণমাধ্যম) লেখা।

বিমান হামলার পর ভ্যানের আগুন নেভানোর চেষ্টা চলছে। ছবি: রয়টার্স
বিমান হামলার পর ভ্যানের আগুন নেভানোর চেষ্টা চলছে। ছবি: রয়টার্স

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল–লাদাহ, ফয়সাল আবু আল–কুমসান ও আয়মান আল–জাদি।

নিহত আয়মান আল–জাদির স্ত্রী আল–আওদা হাসপাতালে তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী–সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন।

হামলার সময় নিহত সাংবাদিকরা ভ্যানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা গেছে। ভোরের দিকে তারা হামলার শিকার হন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago