ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। ছবি: এক্স
ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। ছবি: এক্স

গাজা উপত্যকায় পৃথক হামলায় দুই গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় কর্মরত ছিলেন।

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

উত্তর গাজায় নিহত হন আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত। প্রত্যক্ষদর্শীরা জানান, বেইত লাহিয়ার পূর্বাঞ্চলীয় অংশে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার কেন্দ্র থেকে আল জাজিরার অপর সাংবাদিক তারেক আবু আজ্জোউম জানান, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন।

'তা সত্ত্বেও গাজায় সাংবাদিকের দায়িত্ব পালনে পিছপা হননি তিনি', যোগ করেন তারেক।

তারেক বলেন, 'কোনো আগাম সতর্কতা ছাড়াই তার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়।'

শাবাতের সহকর্মীরা মৃত্যুর আগে বলা তার শেষ কথাগুলো জানিয়েছেন। এই কথাগুলো তিনি আগেই লিখে রেখেছিলেন।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টটিতে শাবাত বলেন, 'আপনি এই লেখাটি পড়ার অর্থ হল, আমাকে মেরে ফেলা হয়েছে—খুব সম্ভবত আমার বিরুদ্ধে হামলা হয়েছে—আর সেই হামলা করেছে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনী।'

শাবাত আরও জানান, যুদ্ধের ১৮ মাসের 'প্রতিটি মুহূর্ত' তিনি তার নিজ দেশের মানুষ, ফিলিস্তিনি জনগণের প্রতি নিবেদন করেছেন।

'আমি উত্তর গাজার ভয়াবহতার প্রতিটি মিনিটকে নথিবদ্ধ করেছি। যে সত্য তারা চাপা দিতে চেয়েছে, আমি সেটা গোটা বিশ্বকে জানাতে অঙ্গীকার করেছিলাম। আমি পথেঘাটে, স্কুলে, তাঁবুতে ঘুমিয়েছি—যেখানেই সম্ভব, রাত কাটিয়েছি। প্রতিটি দিন বেঁচে থাকার সংগ্রাম করেছি। মাসের পর মাস অভুক্ত থেকেছি। তবুও আমি নিজেদের মানুষের পাশ থেকে সরে যাইনি'।

'আপনাদের কাছে আমার অনুরোধ; গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না', যোগ করেন শাবাত।

তিনি আরও বলেন, 'বিশ্ব যাতে মুখ ফিরিয়ে না নিতে পারে, তা নিশ্চিত করুন। সংগ্রাম চালিয়ে যান, আমাদের গল্পগুলো সবাইকে বলতে থাকুন—যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হয়।'

সোমবার দিনের শুরুতে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ মানসুর। তিনি প্যালেস্টাইন টুডে পত্রিকায় কর্মরত ছিলেন।

আল জাজিরার তারেক জানান, মানসুরের বাড়িতে কোনো ধরনের আগাম সতর্কবাণী ছাড়াই হামলা হয়। মানসুরের পাশাপাশি তার স্ত্রী ও ছেলেও নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় মোট ২০৮ জন গণমাধ্যমকর্মী ওই অঞ্চলে নিহত হয়েছেন।

গাজায় সরকারী গণমাধ্যম কার্যালয় (জিএমও) এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল পর্যন্ত গাজায় মোট ৫০ হাজার ৮২জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৩ হাজার ৪০৮ জন।

হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago