মার্কিন আদালতের আদেশে কাজে ফিরছেন ইউএসএআইডির ২৭০০ কর্মী

ওয়াশিংটনে ইউএসএআইডির সদরদপ্তরের সামনে কর্মীদের বিক্ষোভ। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ছাঁটাইয়ের মুখে থাকা প্রায় ২,৭০০ জন ইউএসএআইডি কর্মীকে সাময়িকভাবে কাজে ফেরার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। আদালতের এই হস্তক্ষেপে বিদেশি সহায়তা সংস্থাটিকে ভেঙে দিতে ধাক্কা খেলেন ট্রাম্প।

ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস আজ এই আদেশ দিয়ছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পেয়েছিলেন তিনি। এই আদেশ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর পরই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত করার আদেশ জারি করেন। এতে ইউএসএআইডির কার্যক্রম থমকে যায়। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন এবং ফরেন সার্ভিস কর্মীদের একটি সংগঠন।

আদালতের আদেশের মাধ্যমে ইতিমধ্যে ছাঁটাই হওয়া প্রায় ৫০০ কর্মী কাজে পুনর্বহাল হয়েছেন। এ ছাড়াও সবেতন ছুটিতে পাঠানো ইউএসএআইডির ২,২০০ কর্মী কাজে ফিরতে পারবেন। এদের মধ্যে যারা মানবিক সহায়তা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে আছেন তাদেরকেও স্থানান্তর করতে পারবে না ট্রাম্প প্রশাসন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago