টরন্টো পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজ উল্টে আহত ১৮

টরন্টো বিমানবন্দের ডেল্টা এয়ারলাইনসের উড়োজাহাজ উল্টে গেছে। ছবি: রয়টার্স

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তুষারঝড়ের কবলে পড়ে ৮০ জন যাত্রী বহনকারী ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উল্টে গেছে। 

রয়টার্স জানায়, গত সোমবারের এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

এ ঘটনায় ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ৭৬ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু ছিলেন। ১৬ বছর আগে কানাডায় তৈরি উড়োজাহাজটি ৯০ জন যাত্রী পরিবহনে সক্ষম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

Comments