ক্রেমলিনে ট্রাম্পের দূত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পারেন পুতিনের সঙ্গে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: রয়টার্স

ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা পেশ করতে মস্কোতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার জানায়, সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেন, 'তিনি (উইটকফ) বেশ উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।'

এর আগে মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যকার বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে একমত হয় ইউক্রেন।

এরপর যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'এ ব্যাপারে আমরা সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত। এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব রাশিয়াকে রাজি করানো।'

এ ব্যাপারে ট্রাম্প জানিয়েছেন, তিনি নিজে পুতিনের সঙ্গে কথা বলবেন। এবং পুতিন এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Jucsu polls result announcement begins

Silence observed in memory of late assistant Prof Moumita

41m ago