গাজায় ইসরায়েলি গণহত্যার নতুন অধ্যায় শুরু: তুরস্ক

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের ওপর বসে কাঁদছেন এক নারী। ছবি: এএফপি

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের নতুন হত্যাযজ্ঞকে দেশটির 'গণহত্যার নীতির নতুন অধ্যায়' বলে আখ্যা দিয়েছে তুরস্ক।

বার্তা সংস্থা এএফপি জানায়, গতরাতে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংস্থা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'গাজায় আবার ফিলিস্তিনিদের ওপর শুরু হওয়া হত্যাযজ্ঞ প্রমাণ করে, নেতানিয়াহু সরকারের গণহত্যা নীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।'

এই হত্যাযজ্ঞকে 'আন্তর্জাতিক আইনের লঙ্ঘন' বলেও আখ্যা দেওয়া হয় বিবৃতিতে।

১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই এটিই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। রাতভর চলা এই হামলায় হতাহতরা চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

রেড ক্রসের বরাত দিয়ে এএফপি জানায়, গাজার হাসপাতালগুলো উপচে পড়ছে হতাহতদের ভিড়ে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ১৬ মাসের ইসরায়েলি গণহত্যায় গাজার প্রায় সব বড় হাসপাতালই গুড়িয়ে দেওয়া হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধবিরতির প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়েছেন।  

হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা মিশরও এই হামলাকে 'যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন' বলে আখ্যা দিয়েছে।

ইসরায়েলের তৈরি করা এই 'উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলছে' বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago