মিয়ানমারে ভূমিকম্প: ব্যাংককে ধসে পড়ল ৩০ তলা ভবন, ভেতরে আটকা ৪৩ শ্রমিক

ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন ভবনের সামনে উদ্ধারকারী দল। ছবি: এএফপি

ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০তলা সরকারি অফিস ভবন ধসে পড়েছে। সেখানে কর্মরত অন্তত ৪৩ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।  

শুক্রবার সকালে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করে ব্যাংককে। ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের এই ভবনটি ধসে পড়ে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের আতঙ্কে মিয়ানমারের ইয়াঙ্গুন ও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও লোকজন ভবন থেকে বেরিয়ে আসেন।

বাংলাদেশও অনূভূত হয়েছে এ ভূমিকম্প। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Bangladesh can earn $1b a year from carbon market: analysts

The information was revealed at a discussion on carbon financing organised by LightCastle Partners

3h ago