মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

মিয়ানমারে ভূমিকম্পে ধসে পড়া একটি বাড়ি। ছবি: এএফপি
মিয়ানমারে ভূমিকম্পে ধসে পড়া একটি বাড়ি। ছবি: এএফপি

মিয়ানমারে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

জান্তা মুখপাত্রের বিবৃতিতে জানা গেছে, এখন পর্যন্ত তিন হাজার ৮৫ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হয়েছে। এখনো অন্তত ৩৪১ জন নিখোঁজ আছেন। আহত হয়েছেন আরও চার হাজার ৭১৫ জন। 

মুখপাত্র জাউ মিন তুন জানান, ১৭টি দেশ থেকে আসা উদ্ধারকর্মী ও ত্রাণকর্মীরা রাত-দিন কাজ করে যাচ্ছেন। তারা সঙ্গে এক হাজার টন ত্রাণ সামগ্রী ও জরুরি উপকরণ নিয়ে এসেছেন। 

তিনি বলেন, 'আমরা খোঁজ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায় ও মেডিকেল টিমগুলো যে কঠোর পরিশ্রম করছে, তার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই।'

গত শুক্রবার মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মিয়ানমারের পাশাপাশি নিকটবর্তী দেশ থাইল্যান্ডেও ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়।

ইতোমধ্যে বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংককের উদ্দেশে রওনা হবেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। 

 

Comments

The Daily Star  | English

Why is Bangladesh’s inflation highest in South Asia?

Bangladesh Bank has hiked the policy rate on 11 occasions since May 2022

1h ago