ভারত-পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ প্রধানের উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি: এএফপি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি: এএফপি

এক সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন।

নিউইয়র্ক থেকে ইউএন নিউজ জানায়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, 'আজ (মঙ্গলবার) সকালে তিনি (গুতেরেস) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে আলাদাভাবে কথা বলেছেন এবং দিনের শুরুতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন।'

ফোনালাপের সময় জাতিসংঘ প্রধান ২২শে এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতি আবারও তীব্র নিন্দা জানান এবং 'আইনি উপায়ে এই হামলার জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা অর্জনের গুরুত্ব' উল্লেখ করেন।

ডুজারিক আরও বলেন, 'তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন সংঘর্ষ এড়ানোর অনুরোধ করেছেন যার পরিণতি দুঃখজনক হতে পারে।'

জাতিসংঘের মহাসচিব যেকোনো উত্তেজনা প্রশমন প্রচেষ্টার সমর্থনে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন।

ওই দিন বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগ পর্যটক। নয়াদিল্লির অভিযোগ, হামলার সঙ্গে ইসলামাবাদ জড়িত। তবে ইসলামাবাদ এই অভিযোগ নাকচ করেছে।

তবে এরই মধ্যে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে করা ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করাসহ নানা পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে।

পেহেলগামের হামলার পর ভারত দুজন সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে। নয়াদিল্লির দাবি, হামলাকারীরা পাকিস্তানি নাগরিক। তবে ওই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কথা বারবার অস্বীকার করেছে পাকিস্তান। আন্তর্জাতিক মধ্যস্থতায় এই হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago