রাত থেকে পাকিস্তানে নিহত ২৬, ভারতে ১২: এএফপি

মুরিদকেতে ভারতীয় হামলার পর সরকারি স্বাস্থ্য ও শিক্ষা কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত ভবন থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: এএফপি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।

এএফপি জানায়, এসব ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামাবাদ বলছে, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে নয়াদিল্লির দাবি, পাকিস্তানের গোলাগুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

পেহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদের হাত রয়েছে, দিল্লির এমন অভিযোগ তোলার দুই সপ্তাহ পর পাকিস্তানে ভারতের সামরিক হামলার ঘটনায় দেশ দুটি যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।

এএফপি জানায়, ১৯৪৭ সালে এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের উৎখাতের পর শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ দুটি একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে।

এদিকে পাকিস্তানে হামলার পর ভারতীয় সেনাবাহিনী জানায় যে, তারা পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই হামলাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভ্যন্তরীণ জনপ্রিয়তা বাড়ানোর উপলক্ষ বলে উল্লেখ করেছেন। তবে তিনি জানান যে, ইসলামাবাদ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।

তিনি এএফপিকে বলেন, 'প্রতিশোধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। হিসাব চুকাতে আমাদের বেশি সময় লাগবে না।'

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাঁচটি ভারতীয় জেট বিমানকে সীমান্তে ভূপাতিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের ঊর্ধ্বতন এক নিরাপত্তা সূত্র জানায়, তাদের তিনটি যুদ্ধবিমান নিজ ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

No mobile, broken CCTVs: Police struggle to trace Mohammadpur double murder accused

Lack of digital footprint add to challenges in solving the murders

42m ago