জার্মানিতে হাসপাতালের প্রবীণ ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত অন্তত ৫০

হামবুর্গের মারিয়েনক্র্যানকেনহস হাসপাতালে অগ্নিকাণ্ডে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে এসেছেন দমকল বাহিনীর কর্মকর্তারা। ছবি: এএফপি
হামবুর্গের মারিয়েনক্র্যানকেনহস হাসপাতালে অগ্নিকাণ্ডে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে এসেছেন দমকল বাহিনীর কর্মকর্তারা। ছবি: এএফপি

জার্মানির হামবুর্গ শহরের একটি হাসপাতালে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষায়িত জেরিয়াট্রিক ওয়ার্ডে রাতভর অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন।

আজ রোববার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত তিনজনের বয়স ৮৪ থেকে ৮৭ বছরের মধ্যে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

মারিয়েনক্র্যানকেনহস নামের হাসপাতালটিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই হাসপাতালের দোতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।  

হামবুর্গের মারিয়েনক্র্যানকেনহস হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ছবি: এএফপি
হামবুর্গের মারিয়েনক্র্যানকেনহস হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ছবি: এএফপি

স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লরেঞ্জ হার্টমান বলেন, 'সীমিত চলন ক্ষমতাসম্পন্ন বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তিকে করিডর ধরে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়।'

হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের রোগীদের কাছে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা। 

আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে হামবুর্গ পুলিশ।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় ১৬ জন গুরুতর আহত হয়েছেন এবং এক ব্যক্তি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।  

 

Comments