হামাসের প্রতিপক্ষ তৈরিতে গাজায় আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীকে ইসরায়েলের অস্ত্র সরবরাহ

গাজায় হামাসের বিরোধী শক্তি গড়ে তুলতে একটি ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে ইসরায়েল।

আজ বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ও টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সামরিক সূত্রের পাশাপাশি দেশটির বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যানও এই তথ্য জানিয়েছেন।

কখনো আইএস-সংশ্লিষ্ট জিহাদি সংগঠন, আবার কখনো অপরাধী চক্র হিসেবে বর্ণিত এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ গাজার একটি বড় গোত্রের সদস্য ইয়াসের আবু শাবাব।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, আবু শাবাবের গ্যাংকে যেসব অস্ত্র দিয়েছে ইসরায়েল, সেগুলোর মধ্যে হামাসের কাছ থেকে জব্দ করা অস্ত্রও আছে।

এই গোষ্ঠী বর্তমানে গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম চালাচ্ছে। গত সপ্তাহে এই গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে হামাস।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, 'ইসরায়েল নিরাপত্তা প্রতিষ্ঠানের সব প্রধানের সুপারিশ অনুযায়ী বিভিন্ন উপায়ে হামাসকে পরাজিত করার চেষ্টা করা হচ্ছে।'

এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার লিবারম্যান বলেন, অতীতে ফিলিস্তিনি মুক্তি সংস্থাকে (পিএলও) মোকাবিলা করতে যেমন হামাসে অর্থায়ন করেছিল ইসরায়েল, একইভাবে এখন হামাসকে মোকাবিলা করতে পাল্টা শক্তি হিসেবে একটি একটি সশস্ত্র বাহিনী গঠনের সাহায্য করছেন নেতানিয়াহু।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago