ভারতে কয়েক দশকে আরও যত উড়োজাহাজ দুর্ঘটনা

বৃহস্পতিবার ২৪২ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে ভারতে কয়েক দশকে ঘটা এমন আরও দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে।

আগস্ট ২০২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর কোঝিকোড়ে বৃষ্টির কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে ২১ জন নিহত হন।

মে ২০১০

দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দক্ষিণাঞ্চলীয় শহর ম্যাঙ্গালুরুর বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে একটি খাদে পড়ে যায়। এতে ১৫৮ জন আরোহী নিহত হন।

জুলাই ২০০০

কলকাতা ও রাজধানী নয়াদিল্লিগামী অ্যালায়েন্স এয়ারের একটি উড়োজাহাজ পূর্বাঞ্চলীয় শহর পাটনার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে ৫০ জনেরও বেশি লোক নিহত হন।

নভেম্বর ১৯৯৬

উত্তর হরিয়ানা রাজ্যের চরখি দাদরি শহরে মাঝ আকাশে সৌদি আরব এয়ারলাইনেরর একটি উড়োজাহাজ ও কাজাখস্তান এয়ারলাইনসের উড়োজাহাজের সংঘর্ষে প্রায় ৩৫০ জন আরোহী নিহত হন।

এপ্রিল ১৯৯৩

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর ঔরঙ্গাবাদে উড্ডয়নের সময় ইন্ডিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫৫ আরোহী নিহত হয়।

আগস্ট ১৯৯১

মণিপুরের রাজধানী ইম্ফলের কাছে কলকাতা থেকে ছেড়ে আসা ইন্ডিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৯ আরোহীর সবাই নিহত হন।

অক্টোবর ১৯৮৮

ভারতের মুম্বাই থেকে আহমেদাবাদগামী ইন্ডিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ অবতরণের পথে বিধ্বস্ত হলে ১৩০ জনেরও বেশি আরোহী নিহত হন।

জানুয়ারি ১৯৭৮

এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বিমানটি মুম্বাই উপকূলের আরব সাগরে পড়ে যায় এবং ফ্লাইটে থাকা ২১৩ আরোহীর সবাই নিহত হন।

Comments

The Daily Star  | English
government action on illegal political gatherings

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

51m ago