‘জি৭ সম্মেলন ছেড়ে যাওয়ার সঙ্গে ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই’

কানাডায় জি৭ সম্মেলনে ট্রাম্প। ছবি: এএফপি
কানাডায় জি৭ সম্মেলনে ট্রাম্প। ছবি: এএফপি

কানাডায় চলমান জি৭ সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই হোয়াইট হাউসে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ফিরে যাওয়ার সঙ্গে ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মন্তব্য করেন, ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন সূত্রে ট্রাম্প দেশে ফিরে গেছেন। মূলত মাখোঁর এই মন্তব্যের পরই ট্রাম্প বিষয়টি খোলাসা করেন।

ট্রাম্প বলেন, '(সব সময়) জনপ্রিয়তার খোঁজে থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ভুল করে বলেছেন যে আমি ইসরায়েল ও ইরানের মধ্যে 'যুদ্ধবিরতি' নিয়ে কাজ করতে কানাডার জি৭ সম্মেলন ছেড়ে (ওয়াশিংটন) ডিসি ফিরে গেছি।'

কানাডার জি৭ সম্মেলনে মাখোঁ। ছবি: এএফপি
কানাডার জি৭ সম্মেলনে মাখোঁ। ছবি: এএফপি

'(এটা পুরোপুরি) ভুল! আমি কেন ওয়াশিংটনে ফিরে যাচ্ছি, সে বিষয়ে তার কোনো ধারণাই নেই এবং নিশ্চিতভাবেই এর সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা এর চেয়েও অনেক বড়। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে করুক বা না করুক, ইমানুয়েল কেন জানি সব সময়ই (এই ব্যাপারগুলো) ভুল বোঝে। (প্রকৃত সত্য জানতে) অপেক্ষায় থাকুন!', যোগ করেন ট্রাম্প। 

শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের এই সংঘাতের পর সোমবার ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানান।

এর কিছু সময় পরে কানাডার জি৭ সম্মেলন থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন ট্রাম্প।

ট্রাম্পের পাশাপাশি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি৭ সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ফিরছেন।

ট্রাম্প ইরানের প্রতি অবিলম্বে পরমাণু চুক্তিতে সম্মতি দেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের সঙ্গে চুক্তি করার কথাও উল্লেখ করেছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago