ইরানে ৪০টির বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

ইরানে ইসরায়েলি হামলার পর তেহরানের বাজারে দোকানপাট বন্ধ। ১৬ জুন, ২০২৫। ছবি: রয়টার্স

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের ষষ্ঠদিনে ইরানের পশ্চিমাঞ্চলে ৪০টির বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল।

আজ বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী এক্স (সাবেক টুইটার) পোস্টে এ দাবি করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, 'আজ সকালে গোয়েন্দা শাখার নির্দেশনায় বিমানবাহিনীর যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।'

ওই পোস্টে আরও বলা হয়, 'প্রায় ২৫টি যুদ্ধবিমান ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র স্থাপনা, ক্ষেপণাস্ত্র মজুতকেন্দ্র ও ইরানি সামরিক সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।'

এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল দাবি করে­—তেহরানে অবস্থিত প্রধান পারমাণবিক স্থাপনাসহ ইরানের অন্তত দুটি পারমাণবিক সেন্ট্রিফিউজ তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু অ সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago