ইরান ৫-১০ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠবে: মার্কিন গবেষক

কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী সহ-সভাপতি ত্রিতা পার্সি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে গবেষণা করা অলাভজনক সংস্থা কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী সহ-সভাপতি ত্রিতা পার্সি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরান হুমকি হয়ে উঠেছিল এমন দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ দিতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আল জাজিরাকে তিনি বলেন, 'তা না ছিল অস্তিত্বের জন্য হুমকি, না ছিল আসন্ন।'

ত্রিতা পার্সি বলেন, 'চলমান পরিস্থিতির বাস্তবতা আমাদের মনে রাখতে হবে, সেটি হলো- আগে আক্রান্ত না হয়েও দুটি পারমাণবিক শক্তিধর দেশ একটি অ-পারমাণবিক রাষ্ট্রের ওপর হামলা করেছে। ইরান আগে ইসরায়েলে হামলা করেনি, উপরন্তু দেশটি যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্রও ইরানের হামলার শিকার হয়নি, তবে এই মুহূর্তে সংঘাত তারাই শুরু করেছে।'

তিনি বলেন, ইরানের ওপর এই হামলা 'পৃথিবীজুড়ে ধাক্কা' দেবে, কেননা যেসব দেশ মনে করছে যে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরে পড়তে পারে, তাদের পক্ষে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ছাড়া নিজেদের নিরাপদ ভাবা কঠিন হবে।

'তাই আশঙ্কা করছি, আমরা আরও পারমাণবিক অস্ত্রের বিস্তার দেখব। তবে আমি এও মনে করি, এই হামলা কমবেশি নিশ্চিত করে দিয়েছে যে, ইরান আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হয়ে উঠবে।'

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এর ফলে পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তেহরান।

ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এদের সঙ্গে ছয়জন পরমাণুবিজ্ঞানী নিহত হওয়ার তথ্য দিয়েছে ইরান।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) ইরান-বিষয়ক বিশেষজ্ঞ আলী ভায়েজ বলেন, 'পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগের ব্যাপার হলো, এই ধরনের আঘাত ইরানকে দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে।'

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago