হিজবুল্লাহ চিফ অব স্টাফ হাইতাম আলি তাতাবাইকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধান হাইতাম আলি তাতাবাই ও  সাবেক প্রধান হাশেম সাফিএদ্দিন। দুইজনই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। ফাইল ছবি: হিজবুল্লাহ মিডিয়া অফিস
হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধান হাইতাম আলি তাতাবাই ও সাবেক প্রধান হাশেম সাফিএদ্দিন। দুইজনই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। ফাইল ছবি: হিজবুল্লাহ মিডিয়া অফিস

লেবাননের রাজধানী বৈরুতের এক আবাসিক ভবনে হামলা চালিয়ে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধান হাইতাম আলি তাতাবাইকে হত্যার দাবি জানিয়েছে ইসরায়েল।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

হামলার পর ইসরায়েল জানায়, এই হামলার লক্ষ্য ছিলেন তাতাবাই। তবে সে সময় তিনি জীবিত আছেন কী না, সেটা নিশ্চিত করেনি ইসরায়েল।

সে সময় জানা যায়, আজ রোববারের ওই বিমান হামলায় একজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছেন। লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিমান থেকে ওই ভবনে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

পরবর্তীতে দেওয়া বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা 'হিজবুল্লাহর জঙ্গি ও সশস্ত্র বাহিনী প্রধান হাইতাম আলি তাবাতাইকে নির্মূল করেছে।'

আইডিএফের এক্স হ্যান্ডলেও এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে তাতাবাইকে হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ সদস্য আখ্যা দেওয়া হয়। তিনি সংগঠনটির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন বলেও দাবি করা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই হামলায় পাঁচজন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছেন। শুরুতে নিহত এক ও আহত ২১ বলে জানানো হয়।

তবে মন্ত্রণালয় নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানায়নি। বৈরুতের দক্ষিণ শহরতলীর হারেত হ্রেইক এলাকায় হামলার ঘটনা ঘটে।

জনবহুল ওই এলাকাটি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কুয়োমাতি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, 'আমাদের প্রতিরোধ সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে লক্ষ্য করে হামলা হয়েছে। এখনো ফলাফল অজানা। এই হামলার নতুন একটি সীমা লঙ্ঘন হয়েছে।'

তাতাবাইকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ফাইল ছবি: সংগৃহীত
তাতাবাইকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ফাইল ছবি: সংগৃহীত

লেবাননের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এই হামলায় অনেকে আহত হয়েছেন এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী নিজেই এই হামলার নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, 'কিছুক্ষণ আগে, বৈরুতের কেন্দ্রে আইডিএফ (ইসরায়েলি সেনা) হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধানের ওপর হামলা চালিয়েছে। তিনিই সে ব্যক্তি যিনি ওই জঙ্গি সংগঠনকে আবারও অস্ত্রে সজ্জিত ও পুনর্গঠিত করার কাজে নেতৃত্ব দিচ্ছিলেন।'

'ইসরায়েল সব সময়, সব জায়গায় তাদের লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ', বিবৃতিতে আরও জানানো হয়।

এএফপির সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, হামলায় ১০ তলা ভবনটির চতুর্থ ও পঞ্চম তলা আক্রান্ত হয়। ভবনের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল এবং উদ্ধারকর্মীরা ভেতরে পরিদর্শন কাজে ব্যস্ত ছিলেন।

এএফপির সাংবাদিক জানান, তিনি উদ্ধারকর্মীদের সাদা ব্যাগে মোড়ানো একটি মরদেহ বের করে আনতে দেখেছেন। পাশাপাশি, ঘটনাস্থল থেকে অন্তত তিনি আহত নারীকেও বের করে আনতে দেখেন তিনি।

গত বছরের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তিতে সই করে ইসরায়েল ও হিজবুল্লাহ। তবে শুরু থেকেই ভঙ্গুর এই চুক্তির শর্ত লঙ্ঘন করে গত এক বছরে প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। আজকের হামলাও তার ব্যতিক্রম নয়। 

এই ভবনেই ছিলেন নিহত হিজবুল্লাহ চিফ অব স্টাফ। ছবি: এএফপি
এই ভবনেই ছিলেন নিহত হিজবুল্লাহ চিফ অব স্টাফ। ছবি: এএফপি

রোববার দিনের শুরুতে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যাতে আবার শক্তি অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে 'যা যা দরকার' তার সবই ইসরায়েল করবে।

পৃথক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ বলেন, 'ইসরায়েলের বিরুদ্ধে যে হাত তুলবে, তার হাত কেটে নেওয়া হবে। ইসরায়েল সর্বোচ্চ জবাব দেওয়ার নীতিতে অটল থাকবে।'

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা চ্যানেল টুয়েলভকে জানান, এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত ছিল না।

অপর এক মার্কিন কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরেই ওয়াশিংটন এর জানা ছিল যে ইসরায়েল লেবাননের হামলার মাত্রা বাড়াতে যাচ্ছে। তবে এসব হামলার 'সময়, অবস্থান বা লক্ষ্যবস্তু' সম্পর্কে তাদেরকে কোনো আগাম তথ্য দেয়নি তেল আবিব। 

 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

16h ago