‘রুশ ইলন মাস্ক’র শতাধিক সন্তান পাবে ১৪ বিলিয়ন ডলার

পাভেল দুরভ
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। ছবি: এএফপি ফাইল ফটো

নিজের শতাধিক সন্তানের ভবিষ্যতের জন্য ১৩ দশমিক নয় বিলিয়ন ডলার রেখে যাচ্ছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রাম'র প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।

ফরাসি সাময়িকী 'লে পোঁয়া'কে পাভেল বলেন, 'ওরা সবাই আমার সন্তান। সবার সমান অধিকার আছে। চাই না আমার মৃত্যুর পর ওদের মধ্যে বিবাদ হোক।'

গত শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়—পাভেল বলেছেন তিনি 'অফিসিয়ালি' ছয় সন্তানের বাবা। তাদের মা তিন জন।

গত ১৫ বছর ধরে তার দান করা শুক্রাণু থেকে শতাধিক সন্তানের জন্ম নিয়েছে। তারা থাকছে ১২ দেশে।

এই প্রযুক্তি-মুঘল রাশিয়ার 'ইলন মাস্ক' হিসেবে পরিচিত। তিনি ফরাসি সাময়িকীকে আরও জানান, তার সন্তানরা ৩০ বছর বয়সে পা দেওয়ার আগে এই সম্পদে হাত দিতে পারবে না।

'আমি চাই তারা স্বাভাবিক জীবন যাপন করুক। তারা নিজেদের গড়ে তুলক। একে অপরের প্রতি বিশ্বাস রাখুক। তারা সৃজনশীল হোক। তারা ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভর না করুক।'

স্বেচ্ছা-নির্বাসিত ৪০ বছর বয়সী পাভেল আরও জানিয়েছেন, তিনি দানপত্র লিখে রেখেছেন। কেননা, তার ব্যবসায় অনেক ঝুঁকি আছে।

রাশিয়ায় জন্ম নেওয়া পাভেল বর্তমানে দুবাই থাকেন। টেলিগ্রামও সেখান থেকে পরিচালিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি তার ফ্রান্সের নাগরিকত্ব আছে।

Comments