করোনা মহামারির সময় কর্মী ছাঁটাই, অস্ট্রেলীয় এয়ারলাইন্সকে ৬ কোটি ডলার জরিমানা

কোয়ানটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফাইল ছবি: এএফপি
কোয়ানটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফাইল ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার একটি আদালত বেসরকারি এয়ারলাইন্স কোয়ানটাসকে ৯ কোটি অস্ট্রেলীয় ডলার (প্রায় ৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে। তাদের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির সময় অবৈধভাবে এক হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

আদালতের এই রায়ের মাধ্যমে এয়ারলাইন্সটির বিরুদ্ধে ভুক্তভোগী কর্মীদের পাঁচ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের সফল সমাপ্তি ঘটল।

অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতের বিচারপতি মাইকেল লি বলেন, তিনি চান ভবিষ্যতে যাতে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের আর্থিক সুবিধার কথা মাথায় রেখে কর্মী নিয়োগ সংক্রান্ত আইন ভঙ্গের উদ্যোগ নেওয়া 'থেকে বিরত থাকে'। সে কারণেই তিনি কোয়ানটাসের বিরুদ্ধে মোটা অংকের জরিমানার রায় দিয়েছেন।

২০২০ সালের আগস্টে কোয়ানটাস উল্লেখিত কর্মীদের ছাঁটাই করে অপেক্ষাকৃত কম খরচে তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান নিয়োগ দেয়। তখনো করোনাভাইরাসের কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি।

বিভিন্ন দেশে লকডাউন ও সীমান্ত বন্ধ রাখার মতো ঘটনা উড়োজাহাজ সংস্থার জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হয়েছিল।

কোয়ানটাস দাবি করে, কর্মী ছাঁটাই একটি 'বাণিজ্যিক সিদ্ধান্ত'।

তবে সার্বিক বিবেচনায় অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত কোয়ানটাসের এই দাবির গ্রহণযোগ্যতা পায়নি। কর্মী ছাঁটাইকে অবৈধ ঘোষণার পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রতিষ্ঠানটি। কিন্তু সেই আপিল ধোপে টেকেনি।

আদালত জানায়, এয়ারলাইন্সটি কর্মীদেরকে সামগ্রিকভাবে দরকষাকষি করা বা তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে।

১০৪ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে কোয়ানটাস। তবে সাম্প্রতিক সময়ে নানা কেলেঙ্কারিতে জড়িয়ে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে আছে অবৈধ ছাঁটাই, টিকিটের উচ্চ মূল্য, নিম্নমানের সেবা ও বাতিল হওয়া ফ্লাইটের টিকিট বিক্রি। 

কোয়ানটাসের জরিমানার মধ্যে ৫ কোটি ডলার পাবে পরিবহন কর্মীদের ইউনিয়ন। বাকি ৪ কোটি ডলার সাবেক কর্মীদের ভবিষ্যতে পেমেন্ট করার জন্য বরাদ্দ রাখা হবে।

এই জরিমানার পাশাপাশি আদালত কোয়ানটাসকে সাবেক কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে আরও ১২ কোটি অস্ট্রেলীয় ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত গত বছরের।

চাকরি হারানোর আগে ২৭ বছর উড়োজাহাজে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন অ্যান জিরগিস।

আদালতের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা অধিকারের জন্য লড়ছি। আজকের দিনটি বিজয়ের। শুধু আমাদের সহকর্মীদের জন্য নয়, সকল অস্ট্রেলীয় কর্মীদের জন্য।'

'এই অধ্যায় শেষ হয়েছে। আমরা এখন এগিয়ে যেতে পারি', যোগ করেন তিনি।

পরিবহন কর্মীদের ইউনিয়নের জাতীয় সচিব মাইকেল কেইন সোমবারের এই সিদ্ধান্তকে কোয়ানটাসের কর্মীদের 'চূড়ান্ত বিজয়ের' আখ্যা দেন।

কেইন বলেন, 'কোয়ানটাস যখন অবৈধভাবে কর্মী ছাঁটাই করে তৃতীয় পক্ষের কাছে আউটসোর্সিং করেছিল, তখন তারা কর্মীদের কাছে ভালো করে দুঃখ প্রকাশও করেনি। অনেকে দুপুরের খাবার খেতে যেয়ে লাউডস্পিকারের ঘোষণায় চাকরি হারানোর খবর পেয়েছিলেন।'

'এতদিনে কোয়ানটাস দুঃখ প্রকাশ করতে এসেছে, কারণ তাদেরকে এখন অস্ট্রেলিয়ার কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় জরিমানা পরিশোধ করতে হচ্ছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
RMG violence

Violence in Bangladesh’s RMG sector: Disposable lives, dispensable labour

Can we imagine and construct a political system that refuses to subordinate human dignity to the demands of global accumulation?

23h ago