সুশীলা কার্কিই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী, শপথ নেবেন আজ

সুশীলা কার্কি । এএফপি ফাইল ফটো

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই হতে যাচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী। 

আজ শুক্রবার দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে এএফপি।

রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেছেন, 'প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Who is Sushila Karki, Nepal's new prime minister?

Nepal's 'courageous' new PM known for her integrity

14m ago