যুক্তরাষ্ট্র-জাপান-দ. কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে, উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

কিম জং উনের বোন কিম ইয়ো জং। রয়টার্স ফাইল ফটো

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আসন্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক মহড়াকে 'উন্মত্ত শক্তি প্রদর্শন' আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এর ফলে 'খারাপ পরিণতি' ডেকে আনবে।

রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে এই যৌথ মহড়া চলবে। যেখানে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া থাকবে।

এছাড়া সিউল ও ওয়াশিংটন একটি টেবিলটপ সামরিক মহড়া চালাবে।

কিম ইয়ো জং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে দেওয়া বিবৃতিতে মহড়াকে 'বিপজ্জনক ধারণা' পরিকল্পনা হিসেবে উল্লেখ করে বলেন, 'ডিপিআরকের (উত্তর কোরিয়া) আশপাশে এই ভুল জায়গায় বেপরোয়া শক্তি প্রদর্শন তাদের জন্য অবধারিতভাবে খারাপ ফল বয়ে আনবে।'

পিয়ংইয়ং বহুদিন ধরেই এ ধরনের মহড়াকে বিরোধিতা করে আসছে, একে তারা আগ্রাসনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করে থাকে।

এই বিবৃতি এমন সময়ে এলো যখন কিম জং উন অস্ত্র গবেষণা কেন্দ্র সফরে গিয়ে ঘোষণা দেন, উত্তর কোরিয়া একসাথে পারমাণবিক ও প্রচলিত অস্ত্র শক্তি বাড়ানোর নীতি অনুসরণ করবে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ পরমাণু নিরস্ত্রীকরণ শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া বহুবার জানিয়েছে, তারা কখনোই পারমাণবিক অস্ত্র ছাড়বে না এবং নিজেদের পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার মাধ্যমে কিম জং উন আরও আত্মবিশ্বাসী হয়েছেন। মস্কোর হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া হাজারো সেনা পাঠিয়েছে।

গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় মস্কো ও পিয়ংইয়ং একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago