ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো যুক্তরাজ্য

যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
আজ রোববার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনের আনুষ্ঠানিক যাত্রার আগেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই ঘোষণা দেন।
Today, to revive the hope of peace for the Palestinians and Israelis, and a two state solution, the United Kingdom formally recognises the State of Palestine. pic.twitter.com/yrg6Lywc1s
— Keir Starmer (@Keir_Starmer) September 21, 2025
আজকের এই ঘোষণার মাধ্যমে বেশ কয়েক দশক ধরে যুক্তরাজ্যের অবলম্বন করা পররাষ্ট্রনীতিতে এলো ঐতিহাসিক পরিবর্তন।
এক্সে দেওয়া বার্তায় স্টারমার বলেন, 'ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশার পুনর্জাগরণ করতে এবং দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে আজ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।'
Comments