দ্রুত পশ্চিম তীর দখলে নেওয়ার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় অবিলম্বে পশ্চিম তীর দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির।
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতামার বেন গভির জানিয়েছেন, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে তিনি পশ্চিম তীরকে দখলে নেওয়ার বিষয়টি উত্থাপন করবেন।
মন্ত্রী বলেন, 'যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে হত্যাকারী নুখবা সন্ত্রাসীদের পুরস্কৃত করেছে। এর বিরুদ্ধে অবিলম্বে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।'
এ ছাড়াও, তিনি জুডিয়া ও সামারিয়াতে (বাইবেলে উল্লেখিত পশ্চিম তীরের অঞ্চলগুলোর নাম) অবিলম্বে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ এবং সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্পূর্ণ বিলুপ্তি চেয়েছেন।
আসন্ন মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগের জন্য একটি প্রস্তাব জমা দেবেন বলেও জানিয়েছেন ইতামার বেন গভির।
উল্লেখ্য, হামাসের অভিজাত বাহিনী নুখবা ফোর্স ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলার নেতৃত্ব দিয়েছিল।
Comments