ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান সৌদির

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন। ২২ সেপ্টেম্বর ২০২৫। ছবি: এএফপি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সোমবার সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের এক সম্মেলনে তিনি বলেন, 'আমরা সব দেশকে আহ্বান জানাই, তারা যেন একই ধরনের ঐতিহাসিক উদ্যোগ নেয়, যা দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন জানাতে বড় ভূমিকা রাখবে।'

সৌদি এমন এক সময়ে এই আহ্বান জানালো যখন একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

1h ago