লাদাখে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ৪

বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। ছবি: এপি

ভারতে হিমালয় সংলগ্ন লাদাখে রাজ্য মর্যাদা ও চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

এক পুলিশ কর্মকর্তার বরাতে আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লাদাখের প্রধান শহর লেহ-তে এ বিক্ষোভ হয়। শহর প্রশাসনের সর্বোচ্চ কমিটির প্রধান থুপস্তান সাং বলেন, 'দাবি আদায় করতে গিয়ে আমাদের কয়েকজন তরুণ প্রাণ দিয়েছেন... আমি লাদাখের জনগণকে আশ্বস্ত করতে চাই, তরুণদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না... দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।'

নরেন্দ্র মোদি সরকার ২০১৯ সালে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে সরাসরি নয়াদিল্লির অধীনে নিয়ে গেলে বৌদ্ধ-মুসলিম অধ্যুষিত অঞ্চলটি স্বায়ত্তশাসন হারায়।

স্থানীয় নেতা সোনম ওয়াংচুকের নেতৃত্বে আন্দোলনকারীদের দাবি, লাদাখকে বিশেষ মর্যাদা দিতে হবে যেন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠনের সুযোগ থাকে।

বিক্ষোভে লেহ শহরে বিজেপির কার্যালয়সহ বেশ কয়েকটি ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশের বরাতে রয়টার্স জানায়, সহিংসতায় ৫০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ সদস্য।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত এক ভিডিওবার্তায় সহিংসতা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

চীনের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্তের একটি কৌশলগত এলাকা লাদাখ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৩ সাল থেকে লাদাখের নেতাদের সঙ্গে দাবিগুলো নিয়ে আলোচনা করছে।

আগামী ৬ অক্টোবর আলোচনার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

Comments