সহিংসতা থেকে বিরত থাকুন: জাতিসংঘ মহাসচিব
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশেৃ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সর্বোচ্চ সংযম দেখাতে বলেছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে একদল উন্মত্ত জনতা দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা চালায়। তারা ভবনগুলোতে আগুন দেয়, লুটপাট ও ভাঙচুর করে। এই সহিংসতা শুক্রবার ভোর পর্যন্ত চলে।
এ ছাড়া, দেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর ওপরও হামলা হয়।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে গুতেরেস জানান, তিনি তরুণ নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।
এ ঘটনায় তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Comments