ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে মৃত ৩

ইন্দোনেশিয়ার একটি মাদ্রাসা ভবনের ছাদ ধসে তিন ব্যক্তির প্রাণহানি হয়েছে। এখনো অন্তত ৩৮ জন ধসে পড়া ভবনের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।
গতকাল সোমবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ওই মাদ্রাসা ভবন ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যমে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়, দুর্ঘটনার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন।
সিদোয়ার্জো শহরের ওই বহুতল বিশিষ্ট মাদ্রাসা ভবনের বাইরে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষা করতে দেখা গেছে।
ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মাদ সায়াফি বলেন, 'দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। বেঁচে ফিরেছেন ৯৯ জন।'
তিনি জানান, যারা এখনো ভেঙে পড়া ভবনের নিচে আটকে আছেন, তাদেরকে জীবিত অবস্থায় বের করে আনার জন্য উদ্ধারকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৩৮ জনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Comments