ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে পর উদ্ধারকারীরা কাজ করছেন। ছবি: এএফপি
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে পর উদ্ধারকারীরা কাজ করছেন। ছবি: এএফপি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ হয়েছে।

ভূমিকম্পের জেরে হাজারো মানুষ আহত ও গৃহহীন হয়েছেন। কর্মকর্তারা এখন তাদের সেবায় উদয়াস্ত পরিশ্রম করছেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে ৯০ হাজার মানুষের শহর বোগোর কাছাকাছি আঘাত হানে।

গতকাল বুধবার বোগো শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও তার সন্তানকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনী ও উদ্ধারকারীরা।

একই জায়গায় থেকে দিনের প্রথম ভাগে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে যা এএফপির সাংবাদিকরা দেখেছেন।

ফিলিপাইনের কেন্দ্রীয় সরকার বলছে, এই দুর্ঘটনায় ২৯৪ জন আহত হয়েছেন এবং নিজ বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে ২০ হাজার মানুষ।

সেবু প্রদেশের গভর্নর পামেলা বারিকুয়াত্রো সবাইকে সহায়তার হাত বাড়িয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বোগো শহরের একটি গির্জাকে অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছবি: এএফপি
বোগো শহরের একটি গির্জাকে অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছবি: এএফপি

তিনি জানান, হাজারো মানুষের নিরাপদ পানি, খাবার, কাপড় ও অস্থায়ী আবাস প্রয়োজন। পাশাপাশি ত্রাণ বিতরণের জন্য অনেক স্বেচ্ছাসেবীও প্রয়োজন।

তিনি ফেসবুকের পোস্টে লেখেন, 'অনেক বাড়ি ধ্বংস হয়েছে এবং অসংখ্য পরিবারের ঘুরে দাঁড়াতে সহায়তা প্রয়োজন।'

বৃহস্পতিবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস।

আঞ্চলিক নাগরিক সুরক্ষা কার্যালয় জানিয়েছে, ৪২টি মহল্লার এক লাখ ১০ হাজার মানুষ ভূমিকম্পে প্রভাবিত হয়েছে। তাদের নিজ নিজ বাড়ি পুনর্নির্মাণ করতে ও জীবন-জীবিকা ফিরে পেতে সহায়তা প্রয়োজন।

বৃহস্পতিবার সকাল নাগাদ বোগোর উদ্ধার কার্যক্রম প্রায় শেষ হয়ে এসেছে। উদ্ধারকারীরা পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছেন।

সেবু দমকল বিভাগের কর্মকর্তা লাইওয়েলিন লি কুইনো এএফপিকে জানান, 'যারা নিখোঁজ ছিলেন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago