গাজায় হামাসের সঙ্গে দুগমুশ সদস্যদের সংঘর্ষ, নিহত ২৭

গাজা উপত্যকায় হামাসের সশস্ত্র শাখার যোদ্ধারা। ফাইল ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অভ্যন্তরীণ গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়েছে। গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘাতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের জর্ডানিয়ান হাসপাতালের কাছে মুখোশধারী হামাস বন্দুকধারী ও গোত্রটির সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বিবিসি এক প্রতিবেদনে এমনটি জানায়।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা ইউনিটগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ধরে এবং তীব্র লড়াই চলে। মন্ত্রণালয় জানায়, মিলিশিয়াদের হামলায় তাদের আট সদস্য নিহত হন।

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং আট হামাস যোদ্ধা নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার দক্ষিণে তেল আল-হাওয়া এলাকায় হামাসের তিন শতাধিক যোদ্ধা একটি আবাসিক ভবন আক্রমণ করতে যান। ওই ভবনে দুগমুশ গোত্রের বন্দুকধারীরা অবস্থান করছিলেন। তখনই শুরু হয় সংঘর্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক পরিবার গুলির আওয়াজে আতঙ্কে তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। যুদ্ধের সময় অনেককেই একাধিকবার স্থান পরিবর্তন করতে হয়েছে।

দুগমুশ গাজার অন্যতম বড় একটি গোত্র। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের উত্তেজনাপূর্ণ সম্পর্ক। তাদের সশস্ত্র সদস্যরা অতীতে হামাসের সঙ্গে কয়েকবার লড়াইয়ে জড়িয়েছে।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং সতর্ক করেছে যে, 'প্রতিরোধের বাইরে যেকোনো সশস্ত্র কার্যকলাপ' কঠোরভাবে দমন করা হবে।

উভয় পক্ষ একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে।

Comments