হোয়াইট হাউসের আশঙ্কা: নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি নস্যাৎ করে দিতে পারেন

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিবদমান পক্ষগুলোর মধ্যে চলছে যুদ্ধবিরতি। কিন্তু, হোয়াইট হাউস আশঙ্কা করছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি নস্যাৎ করে দিতে পারেন।
আজ মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে তারা নেতানিয়াহুর ভূমিকা নিয়ে অনেক উদ্বিগ্ন।
সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু যাতে গাজা যুদ্ধবিরতি নষ্ট করতে না পারেন তাই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ইউটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনারকে আজ মঙ্গলবার ইসরায়েলে পাঠানো হচ্ছে।
এই মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা বন্ধে নেতানিয়াহুকে চাপ দেবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারা নেতানিয়াহুকে গাজা হামলা থেকে বিরত রাখতে সর্বাত্মক চেষ্টা করবেন।
হারেৎজের অপর এক প্রতিবেদনে বলা হয়—মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বার্তায় এ কথা বলা হয়েছে যে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইসরায়েলি অর্থমন্ত্রী ও উগ্র ডানপন্থি নেতা বেজালেল স্মৎরিচকে 'ট্রাম্পের ঐতিহাসিক গাজা চুক্তিকে পুরোপুরি মেনে নেওয়ার' আহ্বান জানিয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে অপর ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওয়াশিংটনের কর্মকর্তারা ক্রমাগত আশঙ্কা করছেন যে নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধে নেমে পড়তে পারেন।
মার্কিন কর্মকর্তাদের নাম প্রকাশ না করে প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহু শান্তিচুক্তির বিরুদ্ধে এতটাই সক্রিয় যে তাকে নিয়ে মার্কিন প্রশাসনের আশঙ্কা অনেক বেড়েছে। তিনি যেন গাজা শান্তিচুক্তি অকার্যকর করে দিতে না পারেন সে জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ইসরায়েলে পাঠানো হচ্ছে।
Comments