থাই রাজার মা সাবেক রানি সিরিকিত মারা গেছেন
থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের মা সাবেক রানি সিরিকিত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বিবিসি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
থাই রয়্যাল হাউসল্ড ব্যুরোর বরাতে জানা গেছে, তিনি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের এক হাসপাতালে 'শান্তিপূর্ণভাবে' প্রয়াত হয়েছেন।
ব্যুরো আরও জানায়, ২০১৯ সাল থেকে হাসপাতালে থাকা সিরিকিত নানা অসুখে ভুগছিলেন। চলতি মাসে তার রক্তে সংক্রমণও দেখা দিয়েছিল।
৬০ বছরের বেশি সময় ধরে থাইল্যান্ডের রানি ছিলেন সিরিকিত। তার স্বামী ছিলেন রাজা ভূমিবল আদুলাদেজ। থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি সময় শাসন করা এই রাজা ২০১৬ সালে মারা যান।
থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো জানায়, ভাজিরালংকর্ন তার মায়ের রাজকীয় শেষকৃত্য আয়োজনের নির্দেশ দিয়েছেন।
সিরিকিতের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের ডুসিট থ্রোন হলে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হবে। থাইল্যান্ডের রাজ পরিবারের সদস্যরা এক বছরের শোক পালন করবেন।
সিরিকিত ১৯৫০ সালে ভূমিবল আদুলাদেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সিরিকিটকে ফ্যাশন আইকন হিসেবে বিবেচনা করা হতো। তিনি প্যারিসে সঙ্গীত অধ্যয়নকালে ভূমিবলের সঙ্গে পরিচিত হন। সেখানে তার বাবা সেখানে থাই রাষ্ট্রদূত ছিলেন।
তাকে দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়। ১৯৭৬ সাল থেকে তার জন্মদিন ১২ আগস্টকে দেশটিতে মাদার্স ডে হিসেবে পালন করা হয়।
২০১২ সালে সিরকিতের স্ট্রোক হয়। এরপর থেকে তাকে জনসমক্ষে কমই দেখা যেত। তিনি তার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।


Comments