মামদানির ‘পঞ্চানন’
সব হিসাব-নিকাশ পাল্টে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পরপরই নিজের ট্রানজিশন টিম ঘোষণার মধ্য দিয়ে নতুন প্রশাসনের রূপরেখা প্রকাশ করেছেন জোহরান মামদানি।
এই রূপরেখাকে তিনি 'এক প্রজন্মে নিউইয়র্ক সিটির সবচেয়ে উচ্চাভিলাষী নীতিমালা' হিসেবে অভিহিত করেছেন এবং আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন।
দ্য গার্ডিয়ান বলছে, বুধবার সকালে কুইন্সে এক সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সমাজতন্ত্রী একটি নারী ট্রানজিশন টিমের ঘোষণা দেন, যার নির্বাহী পরিচালক হবেন এলানা লিওপোল্ড।
এই দলে কো–চেয়ার হিসেবে থাকবেন নিউইয়র্কের সাবেক ফার্স্ট ডেপুটি মেয়র মারিয়া তোরেস-স্প্রিংগার, নিউইয়র্কের ফেডারেল ট্রেড কমিশনের সাবেক প্রধান লিনা খান, ইউনাইটেড ওয়েজের প্রেসিডেন্ট ও সিইও গ্রেস বোনিলা এবং সিটির স্বাস্থ্য ও মানবিক পরিষেবাবিষয়ক সাবেক ডেপুটি মেয়র মেলানি হারজগ।
মামদানি সাংবাদিকদের বলেন, 'আগামী মাসগুলোতে আমার দল ও আমি এমন একটি সিটি হল গড়ে তুলব, যেটি (আমাদের) নির্বাচনী প্রচারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সক্ষম হবে।'
তিনি আরও বলেন, 'আমরা এমন একটি প্রশাসন গড়ে তুলব; যা সমানভাবে সক্ষম ও সহানুভূতিশীল হবে, সততা দিয়ে পরিচালিত হবে এবং ততটাই কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকবে; যতটা পরিশ্রম এ শহরকে নিজেদের বাড়ি মনে করা কোটি কোটি নিউইয়র্কবাসী করে থাকেন।'
গার্ডিয়ান বলছে, লিনা খানকে অন্তর্ভুক্ত করা—যিনি জো বাইডেন প্রশাসনের অধীনে ফেডারেল ট্রেড কমিশনে কঠোর অ্যান্টিট্রাস্ট প্রয়োগের জন্য জাতীয়ভাবে পরিচিতি পান এবং যাকে প্রগতিশীল ও জনবান্ধব রিপাবলিকান উভয় মহলেই সম্মান করা হয়—ইঙ্গিত দেয় যে, দেশের বৃহত্তম শহর পরিচালনার প্রস্তুতিতে মামদানি তার প্রশাসনে সাহসী সংস্কারকর্মীদের যুক্ত করতে চান।
সংবাদ সম্মেলনে মামদানি আরও বলেন, 'এই শহরের প্রতি আমাদের দায়িত্ব হলো ১ জানুয়ারি থেকেই কাজ শুরু করার জন্য প্রস্তুত থাকা। আমাদের হাতে আছে ৫৭ দিন, আর এই ৫৭ দিনই হবে প্রস্তুতির জন্য কাজ শুরু করার সময়।'


Comments