স্বাভাবিক হচ্ছে সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক

ছবি: সংগৃহীত

সৌদি আরব ও ইরানের প্রতিনিধি দল বেইজিং চুক্তি বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শুক্রবার বেইজিংয়ে সৌদি-চীন-ইরান ত্রিপাক্ষিক যৌথ কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম আরব নিউজ।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকের সভাপতিত্ব করেন।

তিনি সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুলকরিম আল-খুরাইজি এবং ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন।

আলোচনায় চীনের মধ্যস্থতায় গত মার্চে হওয়া বেইজিং চুক্তির পর দুই দেশের সম্পর্কের অগ্রগতির কথা উঠে আসে।

এছাড়াও রিয়াদ ও তেহরানে দূতাবাস পুনরায় চালু হওয়া, পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক এবং পারস্পরিক সফরের বিষয় নিয়ে আলাপ হয় ওই বৈঠকে ।

সৌদি আরব ও ইরান উভয়ই বৈঠক আয়োজন এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য চীনকে ধন্যবাদ জানায়।

বেইজিং চুক্তির সব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে।

তিন পক্ষই ত্রিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

গাজায় চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, এই অবস্থা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয় বৈঠক থেকে।

আলোচনায় বলা হয়, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণে অবশ্যই ফিলিস্তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ ঠিক করার অধিকার রক্ষার ওপর বৈঠকে জোর দেওয়া হয়।

নেতারা টেকসই বেসামরিক সহায়তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

ত্রিপাক্ষিক কমিটির পরবর্তী বৈঠক আগামী জুন মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়। প্রায় ১০ বছর বন্ধ থাকার পর এ বছর ইরান থেকে হজ ফ্লাইটও চালু করে সৌদি আরব।

সে সময় চীনের এই অর্জনকে বিশ্লেষকরা 'বিস্ময়কর' সাফল্য বলে অভিহিত করেছিলেন।

 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

5h ago