দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার সংবাদমাধ্যম বিবিসিএ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে বেকার্সডাল এলাকার ওই পানশালায় দুটি গাড়িতে করে আসা প্রায় ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হামলার সময় প্রাণ বাঁচাতে মানুষ যখন দিকবিদিক ছুটছিল, তখন হামলাকারীরা তাদের লক্ষ্য করেই এলোপাতাড়ি গুলি চালায়। এমনকি পানশালার বাইরে পালানোর সময় দুজনকে গুলি করা হয়।

প্রাদেশিক পুলিশের ডেপুটি কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা বলেন, হামলাকারীরা পিস্তল ও একে–৪৭ রাইফেল ব্যবহার করেছে। কোনো ধরনের উসকানি ছাড়াই তারা নিরপরাধ মানুষের ওপর এ হামলা চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম উচ্চ অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। 

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ, ডাকাতি ও গ্যাং সংঘাত বড় ভূমিকা রাখে।

তবে রোববার রাতের এই হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও প্রায় সমপরিমাণ অবৈধ অস্ত্র সাধারণ মানুষের হাতে রয়েছে। এই অবৈধ অস্ত্রের বিস্তার দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

12h ago